অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ে নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে মধুমিতা জানিয়েছিলেন যে, ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্র দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে সারবেন। প্রেমিক-বন্ধু দেবমাল্যর সঙ্গে চারহাত এক হবে। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিনেই সাতপাক ঘুরবেন মধুমিতা ও দেবমাল্য।
বিয়ের আগে মধুমিতার কাজের ব্যস্ততা তুঙ্গে। তবে তার মধ্যেই বিয়ের সমস্ত আয়োজনের দিকটা সামলাচ্ছেন অভিনেত্রী। ছবি ও সিরিজের শুটিং সামলানোর সঙ্গে সঙ্গেই সেরেছেন বিয়ের প্রি-ওয়েডিং শুট। বিয়ের দিন কেমন সাজবেন মধুমিতা? এই নিয়ে আগেই সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি জানিয়েছিলেন যে, বিয়েতে লাল রঙের বেনারসিতে সাজবেন তিনি। এও বলেছিলেন যে, বারুইপুরে বসবে তাঁদের বিয়ের আসর। এছাড়াও অভিনেত্রীর বিয়েতে থাকবে পুরোদস্তুর বাঙালি মেনু। থাকবে পাঁঠার মাংস থেকে নলেন গুড়ের মিষ্টির মতো খাবার। যদিও বিয়ের পর কাজের ব্যস্ততার ফাঁকে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তাঁরা তা এখনও খোলসা করেননি।
২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই জুটির ক্যামেরাবন্দি রোম্যান্টিক সব মুহূর্ত দেখা যায়। এবার পালা ঘর বাঁধার। কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।
আইকে/টিএ