টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে এখন শুধুই ওয়ানডে ক্রিকেটে মনোযোগী রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। অনেকেই ধরেই নিয়েছিলেন, এই সংস্করণ থেকেও হয়তো খুব শিগগিরই সরে দাঁড়াবেন ভারতের সাবেক অধিনায়ক। তবে সেই জল্পনায় নিজেই ইতি টানলেন রোহিত, স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত অবসরের কোনো পরিকল্পনা তার নেই।
ব্যাট হাতে সময়টা যে এখনও রোহিতের পক্ষেই কথা বলছে, সেটার প্রমাণ মিলেছে ২০২৫ সালেই। চলতি বছরে ১৪টি ওয়ানডে ম্যাচে দুটি শতক ও চারটি অর্ধশতকে তার সংগ্রহ ৬৫০ রান।
বিশেষ করে অস্ট্রেলিয়া সফর ছিল একেবারেই স্বপ্নের মতো। তিন ম্যাচে ২০২ রান করার পথে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন রোহিত শর্মা।
ফর্মের এই উত্থানের মধ্যেও অবসর প্রসঙ্গ যেন পিছু ছাড়ছিল না। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রোহিত এক ভিন্ন উপমা টেনেছেন। তার ভাষায়, তার ক্যারিয়ার যেন একটি উড়োজাহাজের মতো-শুরুটা ছিল কঠিন, কিন্তু একবার গতি পাওয়ার পর আর থামেনি। আর সেই উড্ডয়ন এখনই শেষ করতে চান না তিনি।
তবে এই আত্মবিশ্বাসের পেছনে লুকিয়ে আছে এক গভীর হতাশার গল্পও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রোহিত। সেই সময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও তার মনে এসেছিল। বিশ্বকাপ জয়ের স্বপ্নটাই ছিল তার প্রধান লক্ষ্য, আর সেটি পূরণ না হওয়ায় নিজেকে শূন্য মনে হয়েছিল তার কাছে।
বিশ্বকাপ ফাইনালের সেই হার শুধু রোহিতের নয়, পুরো দলের ওপরই গভীর প্রভাব ফেলেছিল। দলের সবাই তখন হতাশায় ডুবে গিয়েছিলেন। তবে অধিনায়ক হিসেবে চাপটা সবচেয়ে বেশি ছিল তার ওপরই। ২০২২ সালে নেতৃত্ব নেওয়ার পর থেকেই বিশ্বকাপ জয়ের লক্ষ্য সামনে রেখে কাজ করছিলেন তিনি, ফলে ফাইনালের পরাজয় তাকে ভীষণভাবে নাড়া দেয়। সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে তার লেগেছে কয়েক মাস।
সেই কঠিন সময় পেরিয়েই আজকের রোহিত শর্মা। অভিজ্ঞতা, পরিণত মানসিকতা আর এখনও কার্যকর ব্যাটিং, সব মিলিয়ে তিনি স্পষ্ট করে দিচ্ছেন, অবসর নয়, সামনে তাকিয়েই এগোতে চান তিনি। বিশ্বকাপ জয়ের আক্ষেপ বুকে থাকলেও, ওয়ানডে ক্রিকেটে তার যাত্রা যে এখনও শেষ হয়নি, সেটাই এখন সবচেয়ে বড় বার্তা।
এমআই/এসএন