ফেসবুকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে পোস্ট করেছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিল আল চৌধুরী। এর প্রতিবাদে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেট এমন সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
ফাহিল আল চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, 'অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না।নেগেটিভ ভিউ হোক উদর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!'
এমন একটি আপত্তিকর পোষ্ট দেয়াকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্তে আসে সকল সাংবাদিকদের পক্ষ থেকে।
পরবর্তী সিন্ধান্ত না আসা পর্যন্ত সিলেট টাইটান্সের ম্যাচ কাভার করবে না সাংবাদিকরা এমনটাই জানিয়েছেন তারা।
টিজে/এসএন