২০২৬ সাল ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক চরম উত্তেজনা ও রোমাঞ্চকর বছর, যেখানে ক্লাব ফুটবল থেকে শুরু করে বিশ্বকাপের মহাযজ্ঞ সবই থাকছে। জুনের ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
তবে বিশ্বকাপের আগেই মার্চ মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমাতে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা, যেখানে ফুটবল বিশ্ব সাক্ষী হবে ইয়ামাল ও মেসির দ্বৈরথের।
বছরের শুরুতেই ১৮ জানুয়ারি আফ্রিকান কাপ অব নেশন্সের শেষ ষোলোর লড়াই দিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হবে। এরপর ফেব্রুয়ারি ও মার্চে চলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব এবং মে মাসের ৩০ তারিখে অনুষ্ঠিত হবে ইউসিএল ফাইনাল।
মার্চে বিশ্বকাপের বাকি ছয়টি আসনের জন্য প্লে-অফ ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল, লা লিগা এবং বিশ্বকাপের উন্মাদনায় ২০২৬ সালটি ফুটবল ভক্তদের জন্য এক স্মরণীয় বছর হতে যাচ্ছে।
আরআই/এসএন