অদ্ভুত সব দাবি ও আচরণের কারণে এবারের বিগ বস-১৯-এর আসরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তানিয়া মিত্তাল। শো চলাকালীন তিনি দাবি করেছিলেন, তাঁর ১৫০ জনেরও বেশি দেহরক্ষী রয়েছে এবং শুধু বাকলাভা খাওয়ার জন্য তিনি দুবাই ভ্রমণ করেন।
এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় তীব্র আলোচনা ও বিতর্ক। সম্প্রতি সেই বিতর্কিত বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তানিয়া নিজেই।
বিগ বস শেষ হওয়ার পর তানিয়া ফিরে গেছেন নিজের শহর গোয়ালিয়রে। সম্প্রতি নিউজ পিঞ্চ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের কারখানার একটি অংশ ঘুরে দেখান তিনি। সেখানেই উঠে আসে তার সবচেয়ে আলোচিত মন্তব্য- ১৫০ জন বডিগার্ড থাকার দাবি।
এ প্রসঙ্গে তানিয়া স্পষ্ট করে বলেন, তিনি কখনোই এমন কোনো দাবি করেননি।
তাঁর ভাষায়, ‘আমি কখনো বলিনি যে আমার ১৫০ জন দেহরক্ষী আছে। ইন্টারনেটে এমন একটি ক্লিপও নেই যেখানে আমাকে এ কথা বলতে শোনা যায়। এসব বানানো গল্প। জেইশান (কাদরি) বিষয়টি নিয়ে মজা করছিল
।
আমি তাকে বলেছিলাম, আমার ১৫০ জনের বেশি কর্মী রয়েছে, আর সে মজা করে তাদের দেহরক্ষী বলেছে।’
তিনি আরও জানান, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা তাঁর রয়েছে ঠিকই, তবে সেটি বহু বছর ধরেই চালু এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যার বিষয় নেই।
নিজের ব্যবসা প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমার একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা রয়েছে। তবে সত্যি বলতে, আমি সব কিছু দেখাতে চাই না। বাড়ি বা কারখানা ঘুরিয়ে দেখানোর প্রয়োজন বোধ করি না। কারণ আমি কখনো মিথ্যা বলিনি।’
উল্লেখ্য, বিগ বস ১৯-এ তানিয়া মিত্তাল তৃতীয় রানার-আপ হন। শো চলাকালীন ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি তিনি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেন। রিয়েলিটি শো শেষ হওয়ার পর শিগগিরই তাঁকে অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে।
কেএন/টিকে