রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ডসহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
তিনি জানান, গণবিজ্ঞপ্তি দিয়ে অবৈধ বিলবোর্ড অপসারণের আদেশ দেওয়া হলেও এটি মানা হয়নি। এ অবস্থায় বিলবোর্ডগুলো অপসারণের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে আশপাশের বিভিন্ন এলাকাতেও পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলেও জানান তিনি।
অবৈধভাবে লাগানো বিলবোর্ড এবং ব্যানার ফেস্টুন লাগানোর পেছনে যারা জড়িত তাদের জরিমানা করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের তো আসলে সহজে খুঁজে পাওয়া যায় না, এমনকি নোটিশেও তারা সাড়া দেয় না। তাই আমাদের বাধ্য হয়ে অভিযান চালাতে হয়।
অবৈধভাবে বসা দোকান উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সেই অভিযান আমাদের দিনের বেলায় পরিচালিত হয়। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত দখলদারদের উচ্ছেদে সেই অভিযান পরিচালনা করে থাকি।
আইকে/টিকে