রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্ধার হয় তার লাশ।
নিহত পুলিশ সদস্যের নাম রাজিয়া সুলতানা মিম (২৮)। তিনি পুলিশের নায়েক ছিলেন।
কর্মরত ছিলেন রাজধানীর উত্তরা এলাকায় এপিবিএন সদর দপ্তরে। হাইওয়ে পুলিশ সদস্য রাজিব মিয়ার স্ত্রী তিনি। ২০ মাস বয়সি তার একটি কন্যা সন্তান রয়েছে।
মিমের স্বামীর বন্ধু শামীম দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে মিম আত্মহত্যা করেছে।
সবার অগোচরে গভীর রাতে বাসায় রুমের বেলকনিতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি বরিশাল উজিরপুর নয়াবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে।
দক্ষিণ খান থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলছে, মিম আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে তার তদন্ত চলছে। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন। তিনি ও তার স্বজনরা মিমকে উদ্ধার করে প্রথমে উত্তরা এলাকার একটি হাসপাতালে নিয়ে যান।
পিএ/টিএ