বলিউডের পারিবারিক আবেগঘন সিনেমার কথা উঠলেই যে নামটি প্রথমে আসে, তা হলো করণ জোহর। ‘কাভি খুশি কাভি গাম’ দিয়ে পারিবারিক সম্পর্ক, আবেগ ও গ্ল্যামারের যে নতুন সংজ্ঞা তিনি দিয়েছিলেন, তা আজও দর্শকের মনে গেঁথে আছে। এবার কি সেই আবেগই ফিরিয়ে আনতে চলেছেন করণ? শোনা যাচ্ছে আরেকটি পারিবারিক ড্রামা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন করণ জোহর, যার আবহ ও অনুভূতি অনেকটাই ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো হতে পারে। এমনকি সিনেমাটির সম্ভাব্য নাম ‘কাভি খুশি কাভি গাম টু’ হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহর তার অষ্টম পরিচালিত সিনেমার স্ক্রিপ্ট ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে চলতি বছরই প্রি-প্রোডাকশন শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং হতে পারে ২০২৬ সালের শেষের দিকে। এমনকি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পারিবারিক রোমান্টিক কমেডিতে সফল হওয়ার পর করণ আবার ফিরছেন ফ্যামিলি ড্রামায়। এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্কেলের সিনেমা।
যদিও সিনেমাটির নাম এখনও নিশ্চিত নয়, তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে এটি ‘কাভি খুশি কাভি গাম’-এর সরাসরি সিক্যুয়েল নয়। বরং গল্প ও আবেগের জায়গায় মিল থাকবে ২০০১ সালের সেই কাল্ট ক্লাসিকের সঙ্গে। উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।
এর আগে করণ জোহর নিজেই জানিয়েছিলেন, মাত্র ২৮ বছর বয়সে অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতাকে পরিচালনা করা এবং সিনেমার টাইটেল ট্র্যাকে লতা মঙ্গেশকরের সঙ্গে কাজ করা ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সবশেষ ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পরিচালনা করেছিলেন করণ জোহর। নতুন এই প্রজেক্ট নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি তিনি।
সূত্র: ইয়ন
আরআই/টিএ