টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহাম্মদ সিরাজকে দুর্ভাগা বললেন এবি ডি ভিলিয়ার্স

ভারত টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ সিরাজ ওয়ানডেতে কিছুটা অনিয়মিত। কিন্তু টি-টোয়েন্টিতে তো দীর্ঘদিন দলের বাইরে তিনি। সুযোগ পাননি এই সংস্করণের আসছে বিশ্বকাপের স্কোয়াডেও। ডানহাতি এই পেসারকে তাই কিছুটা দুর্ভাগাই মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্সের।

সিরাজ ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। এই সংস্করণে দেশের হয়ে ১৬ ম্যাচ খেলে তার প্রাপ্তি ১৪ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৭৯ করে।

আইপিএলে অবশ্য নিয়মিত মুখ সিরাজ। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ আসরে ১০৮ ম্যাচ খেলে ১০৯ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে, স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৬০ ম্যাচে তার প্রাপ্তি ১৮৩ উইকেট।

গত মাসেই ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলেছেন সিরাজ। হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেছেন তিনি।চার ম্যাচে ধরেছেন সাত শিকার। তার এই পারফরম্যান্স অবশ্য যথেষ্ট ছিল না ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে।



ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর জন্য ভারতের ঘোষিত ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ পেসার কেবল তিন জন-জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং ও হার্শিত রানা। তবে পেস বোলিং অলরাউন্ডার আছেন আরও দুইজন- হার্দিক পান্ডিয়া ও শিভাব দুবে।

সিরাজের তুলনায় ব্যাট হাতে কিছুটা ভালো হওয়ায় হার্শিতকে দলে রেখেছে ভারত, মনে করছেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের বিশ্বকাপ দল নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

“সিরাজকে আমরা ওয়ানডে দলে দেখছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া দুর্ভাগাদের একজন সে। তবে এটা দলের ভারসাম্যের ওপর নির্ভর করেছে। দলে বুমরাহ ও আর্শদিপ আছে। হার্শিত ব্যাটিংও করতে পারে। এই তিন জন তাদের পেসার। আমার মনে হয়, এই কারণেই হার্শিতকে নিয়েছে, কারণ সিরাজ কেবলই বোলার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলবে ভারত। ওই সিরিজে সিরাজকে ফেরানো হয়েছে। ডি ভিলিয়ার্সের ধারণা, তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থকে নিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ভারত।

“(টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য) তারা পেস বোলিংয়ের দিকে খুব বেশি নজর দেয়নি। তারা বেশি মনোযোগ দিয়েছে স্পিন বোলিংয়ে। শুরুর দিকে যদি পেসাররা উইকেট এনে দেয়, তাহলে এটাকে একদিক থেকে বোনাস হিসেবে দেখছে তারা। তাই সিরাজ দুর্ভাগা, তবে অন্তত ২০২৭ বিশ্বকাপের জন্য ওয়ানডে দলের পরিকল্পনায় সে আছে।”

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক Jan 05, 2026
img
কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 05, 2026
img
মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের Jan 05, 2026
img
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা Jan 05, 2026
img
বিচ্ছেদ ঘোষণার পর একসঙ্গে জয়-মাহির সেলফি! Jan 05, 2026
img
কেরানীগঞ্জে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, প্রাণ গেল ১ জনের Jan 05, 2026
img
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত Jan 05, 2026
img
লেনদেন শুরুর প্রথম ২ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ১০৭, জমা ৪৪ কোটি টাকা Jan 05, 2026
img
এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখতেন, ভরসা রাখতেন: সালাহউদ্দিন আহমদ Jan 05, 2026
img
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী Jan 05, 2026
img
জানুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার Jan 05, 2026
img
খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর Jan 05, 2026
img
চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্ববাজারে বাড়লো সোনার দাম Jan 05, 2026
img
মাদুরোকে 'কয়েদির মতো পোশাক' পরিয়ে নেয়া হচ্ছে আদালতে! Jan 05, 2026
img
আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি Jan 05, 2026
img
বিএনপির প্রার্থী মনিকে শোকজ, আদালতে হাজিরার নির্দেশ Jan 05, 2026
img
ক্রীড়াঙ্গনে খালেদা জিয়াকে স্মরণ ও শ্রদ্ধা Jan 05, 2026
যেখানে খেলোয়াড়দের সম্মান নে-ই, সেই খেলা আমাদের দেখার দরকার নে-ই: পাইলট Jan 05, 2026
আফ্রিকান কাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন Jan 05, 2026