ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেদেশে খেলবে কি না, সেটি নিয়েও চলছে আলোচনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলংকা। পাকিস্তান আগেই ভারতে খেলতে যাওয়ায় অস্বীকৃতি জানানোয় তাদের গ্রুপপর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছে শ্রীলংকায়। তবে বাংলাদেশের গ্রুপপর্বের সব ম্যাচই ভারতে। সাম্প্রতিক এই ঘটনার পর বাংলাদেশের অনেক দায়িত্বশীল জায়গা থেকে পাকিস্তানের মতোই শ্রীলঙ্কায় খেলার দাবি তোলা হচ্ছে।
৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে প্রথম তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। শেষ গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সময়সূচি
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ৭ ফেব্রুয়ারি
ইডেন গার্ডেন্স, কলকাতা-বিকেল সাড়ে ৩টা
বাংলাদেশ বনাম ইতালি- ৯ ফেব্রুয়ারি
ইডেন গার্ডেন্স, কলকাতা-সকাল সাড়ে ১১টা
বাংলাদেশ বনাম ইংল্যান্ড- ১৪ ফেব্রুয়ারি
ইডেন গার্ডেন্স, কলকাতা-বিকেল সাড়ে ৩টা
বাংলাদেশ বনাম নেপাল-১৭ ফেব্রুয়ারি
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই-সন্ধ্যা সাড়ে ৭টা
আরআই/টিএ