বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক এই মুহূর্তে স্মরণকালের মধ্যে সবচেয়ে তলানিতে। ভারতে হিন্দুত্ববাদীদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দিয়েছে। তবে, ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে ভারতের অবস্থান পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে এগোতে পারে-এমন আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন আইসিসি বা এসিসির টুর্নামেন্টে মুখোমুখি হলেও সেটি হয় নিরপেক্ষ ভেন্যুতে। আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক টানাপড়েন তীব্র আকার ধারণ করেছে। যার প্রভাব পড়ছে ক্রিকেটেও। বাংলাদেশের সঙ্গেও ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট এখন অনিশ্চয়তার মুখে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, চলতি বছরের শেষের দিকে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে বিসিসিআই। এমনকি ভবিষ্যতে বৈশ্বিক টুর্নামেন্টে দুই দল কেবল নিরপেক্ষ ভেন্যুতেই মুখোমুখি হতে পারে-এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে তাদের প্রতিবেদনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। তবে, সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতির পর বিসিসিআই সিরিজটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের অনুমোদন চাইবে।
ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে, বিসিসিআই তা যথাসময়ে বিসিবি জানাবে। বিসিসিআই'র এক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'গত বছরও আমরা বাংলাদেশ সফর করিনি। বিসিবি তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছিল, কিন্তু বিষয়টি সন্দেহজনকই মনে হচ্ছে, কারণ অন্য দেশে খেলতে গেলে আমাদের ভারত সরকারের অনুমোদন লাগে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে অবশ্য বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে।'
সিরিজ স্থগিত রাখার এই সিদ্ধান্তটি আসে একই দিনে, যেদিন বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দেয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ২০২৬ মৌসুমের জন্য কেকেআর ৩০ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলারকে ৯.২ কোটি রুপিতে দলে নিয়েছিল।
তবে, মোস্তাফিজকে কলকাতার স্কোয়াডকে বাদ দেয়ার পর শনিবার (৩ জানুয়ারি) রাতেই জরুরি সভা ডেকেছিল বিসিবি। আগামী ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ক্ষেত্রে টাইগারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে, তা জানতে চেয়ে রোববার (৪ জানুয়ারি) আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সেই চিঠিতে আইসিসির কাছে তিন প্রশ্নের উত্তর জানতে চাইবে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল ঠিক কি ধরনের নিরাপত্তা পাবে। অন্যান্য দলের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা। ব্যক্তি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সামর্থ্য রাখে, সে প্রশ্নও থাকবে চিঠিতে। বিশ্বকাপে শুধু ক্রিকেটার নয়, সংবাদ সংগ্রহে বাংলাদেশি গণমাধ্যম কর্মী, বিসিবি অফিসিয়ালস, কিংবা সমর্থকদের জন্য ভারত নিরাপদ কিনা? এই তিন প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে নতুন করে ভাববে বিসিবি।
আরআই/টিএ