লরেন্স বিষ্ণোইয়ের হুমকি ও হামলার ঘটনার পর থেকে কড়া নিরাপত্তার বলয়েই দিন কাটছে বলিউড সুপারস্টার সালমান খানের। প্রায় প্রতিদিনই নিরাপত্তা সংক্রান্ত খবরেই শিরোনামে উঠে আসছেন ভাইজান। তবে এই উত্তেজনার মাঝেই খান পরিবারে এল আনন্দের বার্তা—বাড়িতে বেজে উঠেছে বিয়ের সানাই।
না, সালমান খানের নয়, বাগ্দান সেরেছেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সুখবরটি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অয়ন। ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। তবে এই আনন্দের খবরের সঙ্গেই ফের উঠেছে চিরাচরিত প্রশ্ন—ভাগ্নে যখন বিয়ের পথে, তখন মামার বিয়ে কবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো অধরাই রয়ে গেছে।
কড়া নিরাপত্তা ও সীমাবদ্ধতার মাঝেও বিয়ের আবহে খান পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ স্পষ্ট।
সদ্য ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনার কাজ শেষ করেছেন সালমান। এর পরই ঘটা করে নিজের জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। এর মাঝেই সম্প্রতি নিজের একাকীত্বের কথাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে সালমান বলেন, “গত ২৫ বছরে আমি কারও সঙ্গে নৈশভোজে যাইনি।
কাজ আর শুটিংয়েই কেটে যাচ্ছে জীবন। কখনও শুটিং সেটে, কখনও বাড়িতে, আবার কখনও হোটেলে—এই নিয়েই জীবন সীমাবদ্ধ হয়ে আছে। এই জীবনযাপনের কারণে অনেক বন্ধুকে হারিয়েছি। এখন হাতে গোনা চার-পাঁচজন বন্ধুই রয়েছে।” তবু অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি।
বছরের পর বছর ধরে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন সালমান। তার কথায় স্পষ্ট, খ্যাতির ঝলকের আড়ালে যে একাকীত্ব ও বিড়ম্বনা লুকিয়ে থাকে, সেই বাস্তবতাই তিনি তুলে ধরেছেন।
এসকে/এসএন