২৫ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের আইকনিক ছবি ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’ আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের চোখা প্রশ্ন আর দৃপ্ত প্রতিবাদ শিবাজী রাও গায়কোয়াড় চরিত্রে অনিল কাপুরের অভিনয় তখন অভিভূত করেছিল দর্শককে। তাঁর সঙ্গে ছবিতে জুটি বেঁধেছিলেন রানি মুখার্জি।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সুখবর প্রায় দুই দশকেরও বেশি সময় পর নির্মিত হতে যাচ্ছে ‘নায়ক’-এর সিক্যুয়াল।
তবে নতুন ছবিতে শিবাজী চরিত্রে কাকে দেখা যাবে, সে বিষয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, আসন্ন সিক্যুয়াল ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছেন খোদ অনিল কাপুর। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক দীপক মুকুট। তিনি জানিয়েছেন, ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
দীপক মুকুট বলেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। এখন সবকিছুই প্রাথমিক স্তরে রয়েছে। কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন অনিলজি।”
উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের ধারা বদলেছেন অনিল কাপুর। বর্তমানে তিনি বেছে বেছে কাজ করেন এবং চরিত্রনির্ভর ভূমিকাতেই বেশি মনোযোগী। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘নায়ক’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি কাল্ট স্ট্যাটাসও অর্জন করে।
স্বাভাবিকভাবেই, ছবির দ্বিতীয় অধ্যায় ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। তবে সিক্যুয়ালে অনিল কাপুর নিজে অভিনয় করবেন কি না, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেতা।
পিআর/টিকে