বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবেসে বিয়ে, সংসার আর সন্তানের মা হওয়া—সব মিলিয়ে জীবন এখন পরিপূর্ণ।
তবে এক সময় অভিনেত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন, তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান! সম্প্রতি সেই পুরোনো মন্তব্য ঘিরেই আবার চর্চা শুরু হয়েছে।
‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন দীপিকা।
অনুষ্ঠানের মঞ্চে সালমানের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে এই চমকপ্রদ মন্তব্য।
মজার ছলে ভাইজান প্রথমে জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে অভিনেত্রী বলেন, সালমান খানের সঙ্গেই। সঙ্গে সঙ্গে রসিকতা করে সালমান বলেন, “আমিও বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চাই।
এরপর সালমান প্রশ্ন করেন, কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন আর কাকে হত্যা করবেন—এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে হবে রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নাম।
দীপিকা তখন হাসতে হাসতেই বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে আর ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।
সে সময় রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন।
তাই পুরো বিষয়টাই যে নিছক রসিকতার অংশ ছিল, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দীপিকা।
সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও আবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনার বদলে অনুরাগীদের বেশিরভাগই এটিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন।
২০২৪ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। আর গত দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এই তারকা দম্পতি।
এসএন