জশ ব্রাউনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল মেলবোর্ন রেনেগাদস। কিন্তু এই অজি ব্যাটার সাজঘরে ফেরার পর ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল তারা। কিন্তু নাটকীয়তা শেষে নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব মেলবোর্ন স্টারসকে ৪ উইকেটে হারিয়েছে মেলবোর্ন রেনেগাদস।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৩ রান করেন স্টারস। জবাবে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় রেনেগাদসের।
রেনেগেডসের জয়ের নায়ক জশ ব্রাউন। ৪৮ বলে ৮৪ রান করেন তিনি। ইনিংসজুড়ে ছিল চোখ ধাঁধানো কিছু শট। এদিকে মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান।
১৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে রেনেগেডস। ১৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ১২৭। এরপর দ্রুত ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। তখন ম্যাচের দাঁয়িত্ব কাঁধে নেন উইল সাদারল্যান্ড। স্টারস অধিনায়ক মার্কাস স্টোয়নিসের প্রথম দুই বলেই হাঁকান দুটি ছক্কা। ৭ বলে অপরাজিত ১৯ রান করে ম্যাচ শেষ করেন তিনি।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মেলবোর্ন স্টারস। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৩৮ রান করেন অলরাউন্ডার টম কারেন। ২৭ বলে ৩৩ রান আসে ক্যাম্পেল ক্যালাওয়ের ব্যাট থেকে। আর হিল্টন ক্যাটরাইট ১৯ বলে ২৮ ও ওপেনার স্যাম হারপার ১০ বলে ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।
মেলবোর্ন রেনেগাদসের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন গুরিন্দর সান্ধু। কলাম স্টো নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন হাসান খান ও উইল সাদারল্যান্ড।
এসকে/এসএন