উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বয়ছে ক্রীড়াঙ্গনে। এবার তাতে যোগ দিলেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তার মতে, সামনে ভারতের বিপক্ষে ইন্ডিয়া ম্যাচ খেলবে।
রোববার (৪ জানুয়ারি) নিজের দেওয়া এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন কুদ্দুস বয়াতি
তিনি লিখেছেন, ‘এক সময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। উগ্র হিন্দুবাদী নেতা ও ধর্মগুরুরা দাবি করেন, বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ভারতের বিমানবন্দরেই নামতে দেওয়া হবে না।
শেষ পর্যন্ত উগ্র হিন্দুবাদী সমর্থকগোষ্ঠীর উন্মাদনার কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য।
এই ঘটনার পর বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে।
পিএ/ এসএন