বলিউড পাড়ায় সিনেমা গুঞ্জনের মধ্যে জায়গা করে নিয়েছে নির্মাতা ফারহান আখতারের আসন্ন ছবি 'ডন ৩'। প্রতিদিনই শোনা যাচ্ছে এর নতুন নতুন খবর। কাস্টিং পরিবর্তনের কথাও সামনে আসছে।
সিনেমাটি নিয়ে প্রথমে খবর আসে, রণবীর সিং, কিয়ারা আদভানি এবং এখন বিক্রান্ত ম্যাসি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বিক্রান্তের জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রজত বেদির নাম। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচিত হচ্ছেন।
রজত বেদি গত বছর ২০২৫ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' দিয়ে ফিরে এসেছেন। ৫১ বছর বয়সী রজত বেদি এই ভূমিকার জন্য আলোচনায় রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য ছিল।
আরও জানা যায়, রজত এবং পরিচালকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
এসএন