ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নিপুণ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। গত বছর তার অভিনীত ৫৬টি নাটক প্রচার হয়েছে। সবগুলো নাটকই হিট বলা চলে।
সম্প্রতি নতুন বছরে জনপ্রিয়তার নেপথ্যের না বলা গল্পগুলো শেয়ার করতেই একটি অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে অনেক কথাই বলেছেন।
প্রেম ও হৃদয় ভাঙার এক প্রশ্নে তিনি বলেন, “অভিনয় শুরু করার বেশ ক’বছর পর আমার একটি সম্পর্ক হয়েছিল, যার ব্যাপ্তি ছিল মাত্র এক মাস। সে সম্পর্কেই আমি এতটা গভীরভাবে ডুবে গিয়েছিলাম যে, সম্পর্ক শেষ হবার পর নিজেকে সামলাতে বেশ কষ্ট হয়েছিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে শিশুদের মত কান্না করেছিলাম।”
তিনি আরও বলেন, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই আমাকে অভিনেতা হয়ে উঠতে বেশ সাহায্য করেছে। আর এসব নিয়েই আমি অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত।
প্রসঙ্গত, ২০১৩ সালে আতিক জামানের ইউনিভার্সিটি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন জোভান। এরপর প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেন।
বাছাই শেষে চতুর্থ শ্রেণির মডেল হিসেবে তাতে কাজ করতে হয় তাকে। তবে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করবেন তিনি। তবে শেষমেষ অভিনয়েই নিয়মিত হয়েছেন।
এসএন