আইসক্রিম' বা ব্লকবাস্টার 'হাওয়া'-র মতো সিনেমায় নজরকাড়া পারফরম্যান্সের পর অভিনেত্রী নাজিফা তুষিকে পর্দায় সেভাবে দেখা যাচ্ছে না। ভক্তদের মনে প্রশ্ন, তুষি কি হারিয়ে গেলেন?
এই জল্পনার মাঝেই অভিনেত্রী জানালেন তাঁর বর্তমান অবস্থার কথা। তিনি পরিষ্কার করলেন যে তিনি অলস বসে নেই, বরং আড়ালে থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন।
নাজিফা তুষি বলেন, "অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। তবে এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি বলে দর্শকেরা জানতে পারছেন না।"
তিনি জানালেন, শুটিং ফ্লোরে তিনি নিয়মিত ঘাম ঝরাচ্ছেন, কিন্তু প্রজেক্টগুলো এখনো মুক্তির আলো দেখেনি। কাজ সম্পন্ন হলেও রিলিজ না হওয়ার কারণেই দর্শকদের সঙ্গে তাঁর এই দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। ভক্তদের আশ্বস্ত করে তিনি বুঝিয়ে দিলেন, খুব শীঘ্রই নতুন ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তিনি।
আইকে/টিএ