একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা শোবিজ অঙ্গন থেকে দূরে সরে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মিষ্টি হাসি ও নিপুণ অভিনয় দিয়ে লাখো-কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। তবে অভিনয়ে এখন নিয়মিত না হলেও অগণিত ভক্ত রয়েছে তার। সেই ভক্তদের জন্য দিলেন দারুণ খবর। বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন তিনি।
সম্প্রতি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রকাশ পেয়েছে। যেখানে গায়ক হৃদয় খানের সঙ্গে অভিনয়ে করেছেন তিনি। প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ এটি। হৃদয় খান, মোনালিসা ছাড়াও এতে নিউইয়র্কের স্থানীয় অনেক শিল্পীরা এতে অভিনয় করেছেন।
