হায়দরাবাদের একটি ক্যাফেতে সাধারণ সময় কাটাতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়েন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের জনপ্রিয় ক্যাফে নিলুফারে গেলে তাদের ঘিরে ধরে ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে স্নেহাকে কাছে টেনে ধরে ভক্তদের সরে যেতে অনুরোধ করতে দেখা যায় অভিনেতাকে।
নতুন মাল্টিপ্লেক্স ‘আল্লু সিনেমাস’ এর সফট লঞ্চ শেষে স্ত্রীকে নিয়ে ক্যাফেতে যান আল্লু অর্জুন। তবে সেখানে উপস্থিত ভক্তরা তাদের চিনে ফেলতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ক্যাফের ভেতরেই আল্লু অর্জুন ও স্নেহাকে ঘিরে ধরছেন ভক্তরা। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা যায়, ক্যাফে কর্তৃপক্ষ দরজা খুলে রেখেছেন, আর উদ্বিগ্ন আল্লু অর্জুন হাত ধরে স্নেহাকে কাছে টেনে ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ক্যাফে থেকে বেরোনোর পরও ভক্তদের ভিড় তাদের পিছু ছাড়েনি। গাড়ির কাছে পৌঁছাতে গিয়ে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় নিজের নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে আল্লু অর্জুন ভক্তদের অনুরোধ করেন, যেন তার স্ত্রী নিরাপদে গাড়িতে উঠতে পারেন। স্নেহা গাড়িতে উঠে নিরাপদে বসার পর আল্লু অর্জুনকে ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
উল্লেখ্য, শনিবারই হায়দরাবাদের কোকাপেটে আল্লু অর্জুন তার নতুন প্রেক্ষাগৃহ আল্লু সিনেমাসের সফট লঞ্চ করেন। ডলবি সিনেমা প্রযুক্তিসমর্থিত এই থিয়েটারটি এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডলবি সিনেমা হল বলে জানা গেছে। প্রেক্ষাগৃহটির আনুষ্ঠানিক উদ্বোধন কিছুদিন পর হওয়ার কথা।
এসএন