দক্ষিণী সিনেমার আলোচিত তারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রবেশের আগে তার অভিনীত শেষ ছবি ছিল ‘জন নায়াগন’। তাই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। এবার প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত এই ছবির ট্রেলার।
শনিবার (৩ জানুয়ারি) নির্মাতারা ট্রেলারটি একসঙ্গে তামিল, তেলুগু ও হিন্দি এই তিন ভাষায় প্রকাশ করেন।
২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারটি ছিল শক্তিশালী উপাদানে ভরপুর। ক্ষমতা ও রাজনীতির টানাপোড়েনের মধ্যে দিয়ে এগোতে দেখা যায় থালাপতি বিজয়কে। তার দাপুটে উপস্থিতি, শক্তিশালী অ্যাকশন আর রাজনৈতিক আবহে ট্রেলারটিতে দিয়েছে টানটান উত্তেজনা।
ট্রেলারে বিজয়ের দাপুটে অবতার, নজর কাড়লেন ববি দেওল
ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, প্রিয়ামণি, মামিথা বাইজু এবং ববি দেওল। বিশেষ করে ববি দেওলের তীব্র অভিনয় ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে।
ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক টানটান, অ্যাকশনভরপুর অভিজ্ঞতা। নিখুঁত শক্তিশালী অ্যাকশন দৃশ্য ট্রেলারটির আকর্ষণ আরও বাড়িয়েছে। এক ভক্ত লেখেন, ‘হিন্দি সিনেমার শ্রেষ্ঠ অবসর।’ আরেকজন লেখেন, ‘২৫ বারের মতো দেখলাম। এখনো গা শিউরে উঠছে।’
রাজনীতিতে প্রবেশের আগে তার অভিনীত শেষ ছবি ছিল ‘জন নায়াগন’
শেষ ছবি নিয়ে বিজয় জানিয়েছিলেন, ‘জন নায়াগন আমার শেষ ছবি। আমি যখন সিনেমায় এসেছিলাম, ভেবেছিলাম একটা ছোট বালির ঘর বানাব। কিন্তু ভক্তরা আমাকে একটা দুর্গ গড়ে দিয়েছেন। তাই তাদের জন্যই আমি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। যারা আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন তাদের জন্য আমি সিনেমা ছেড়ে দিচ্ছি।’
রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি অ্যাকশনধর্মী এই ছবিটি মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি।
এসএন