বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সেই দল যারা স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যায়নি। অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছে। শত কষ্টের মধ্যেও এই দলের নেত্রী কখনো আত্মসমর্পণ করেননি।
রোববার (৪ জানুয়ারি) রাতে দিনাজপুরের হিলিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশ গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ডাক্তার জাহিদ হাসান সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এসএস/এসএন