বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। যেখানে ভারতের অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, সেখানে ভিন্নমত পোষণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি বরং এ সিদ্ধান্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রশংসা করেছেন।
ভারতের কয়েকজন উগ্রপন্থী রাজনৈতিক নেতা আইপিএলে মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।
এই প্রেক্ষাপটে মোহাম্মদ আজহারউদ্দিন বাংলাদেশে চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বিসিসিআইয়ের অবস্থানকে সমর্থন করেন। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বোর্ড কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে যা ঘটছে, তা মোটেও ভালো নয়। যদিও খেলাধুলা আলাদা বিষয়, তবুও বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তারা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নিয়েছে।
এদিকে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াজটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসকে/টিকে