বিশাল ৩৬৫ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে দক্ষিণী সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি ‘জন নায়াগণ’, যা থালাপতি বিজয়ের সিনেমা জীবন থেকে বিদায়ের প্রতীক হিসেবে দর্শকের কাছে আসছে। শুধুমাত্র বিজয়ের পারিশ্রমিকই ২৪০ কোটি টাকা, যা তার বাজার মূল্যমানকে আরও স্পষ্ট করছে। পরিচালক এইচ. ভিনোথ পাচ্ছেন ২৫ কোটি, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর ১৩ কোটি টাকা। অভিনেতা-অভিনেত্রীরা যেমন পূজা হেগড়ে ও ববি দেওল ৩ কোটি করে, মমিথা বাইজু ৬০ লাখ টাকা পাচ্ছেন। বাকী ক্রু, শুটিং ও সেট, প্রচারণা মিলিয়ে বাজেট ছাড়িয়ে গেছে ৫০ কোটি এবং ২০ কোটি। প্রভাসের ‘দ্যা রাজা স্যাব’ সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হওয়ার অপেক্ষায়, ‘জন নায়াগণ’ হয়ে উঠেছে এই মরশুমের উচ্চ-দাবির সিনেমা।
এবি/টিকে