বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
চলমান আসরে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। মাঠের পারফরম্যান্সে ছন্দে থাকা এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করাই এখন দুই দলের মূল লক্ষ্য।
রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ ও অভিজ্ঞ বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
অন্যদিকে, উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি রংপুর রাইডার্স। গত ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে নুরুল হাসান সোহানের দল। কোনো পরিবর্তন ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জয়ের সন্ধানে নামছে তারা।
রংপুর রাইডার্স একাদশ: কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আকিফ জাভেদ এবং রাকিবুল হাসান।
চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাইম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নাওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী, আমের জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম এবং আবু হায়দার রনি।
এসএস/এসএন