দীর্ঘদিনের খরা কাটিয়ে ফের দাপুটে প্রত্যাবর্তন রণবীর সিংয়ের। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। অনুরাগীদের উন্মাদনা এখনও তুঙ্গে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছবির আয়ের অঙ্ক। এবার বিশ্বজুড়ে মোট আয়ে নতুন ইতিহাস গড়ে ‘ধুরন্ধর’ ছুঁয়ে ফেলেছে বারোশো সাত কোটির মাইলফলক।
প্রথম সপ্তাহেই জাতীয় স্তরে ছবিটি আয় করে দুই শত আঠারো কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে সেই গতি আরও বাড়িয়ে আয় দাঁড়ায় দুই শত একষট্টি কোটি পঞ্চাশ লক্ষে। তৃতীয় সপ্তাহে দেশীয় বাজারে কিছুটা ধীরগতি দেখা গেলেও বিদেশের বাজার থেকে আসা বিপুল আয়ে সহজেই হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে ‘ধুরন্ধর’। একত্রিশ দিনের মাথায় মোট আয় পৌঁছয় বারোশো সাত কোটিতে, যা এতদিনের জনপ্রিয় ছবি ‘কেজিএফ ২’-এর আজীবন আয়ের রেকর্ডকেও ছাপিয়ে যায়।
এর আগে চলতি বছরে ভিকি কৌশলের ‘ছাবা’ এবং ‘সাইয়ারা’র তৈরি করা নজির ভেঙে দিয়েছিল এই ছবি। বর্তমানে মোট আয়ের নিরিখে বলিউডের সর্বকালের সেরা পাঁচ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’। তালিকার শীর্ষে রয়েছে ‘দঙ্গল’, তার পরে ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ এবং ‘আরআরআর’। সেই তালিকার ঠিক পরেই জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের এই ছবি।
গত এক বছর ধরে রণবীর সিংয়ের কেরিয়ারে যে মন্দাভাব চলছিল, ‘ধুরন্ধর’ যেন তারই মোক্ষম জবাব। আইনি জটিলতা ও নানা বিতর্ক সঙ্গী করে গত পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। সব বাধা পেরিয়ে আজ ‘ধুরন্ধর’ শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, রণবীর সিংয়ের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। আগামী দিনে এই সাফল্যের ধারা কোথায় গিয়ে থামে, সেদিকেই এখন নজর অনুরাগী ও সিনে মহলের।
এমকে/টিএ