২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকার সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (আসাদুজ্জামান ভূইয়া) নির্বাচনী ব্যয়ের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ২৫ ঘণ্টার মধ্যে প্রায় ২২ লাখ টাকা সংগ্রহ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

লাইভে দেওয়া হিসাব অনুযায়ী, দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এ ছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন বলেও জানান তিনি। সবমিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে মোট ২১ লাখ ৯৪ হাজার ৪৫ টাকা।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ সবাইকে সতর্ক করে বলেন, ‘আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে পোস্ট করছে। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরেই টাকা পাঠান।’

তিনি সামর্থ্য অনুযায়ী নির্বাচনী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সবাইকে পাশে থাকার অনুরোধ করেন। লাইভের শেষাংশে তিনি আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লাইভটি শেষ করেন।

এর আগে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ব্যারিস্টার ফুয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টের শিরোনামে তিনি লেখেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইকে শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি সবাইকে ইনসাফ ও আজাদির সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আমি এবি পার্টির পক্ষ থেকে ঈগল প্রতীকে বরিশাল-৩ আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন পরিচালনার জন্য অর্থ প্রয়োজন। আমার ব্যক্তিগত আর্থিক অবস্থা এমন নয় যে নিজে একা পুরো ব্যয় বহন করতে পারি। তাই যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন, তাদের কাছে বিনীত অনুরোধ– যাদের পক্ষে সম্ভব, তারা যেন আমার নির্বাচনী তহবিলে সহযোগিতা করেন।’

তিনি আরও জানান, প্রাপ্ত প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট Jan 09, 2026
বিপন্ন বিশ্বব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আচরণে উদ্বেগ জার্মানির Jan 09, 2026
প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন আটক! Jan 09, 2026
জনগণের প্রশ্ন-ভোট হবে কি হবে না? Jan 09, 2026
অনুমোদনের পথে জুলাই দায়মুক্তি খসড়া Jan 09, 2026
কারাবন্দিদের হাতে তৈরি নকশিকাঁথা! দাম জানলে চমকে যাবেন! Jan 09, 2026
জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন Jan 09, 2026
বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা থেকে সম্ভাব্য পুনর্গঠন Jan 09, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 09, 2026
৫০০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের সম্মতি Jan 09, 2026
বিড়ালদের জন্য শেল্টারবক্স দিলো ডাকসু Jan 09, 2026
দ্য ব্লাফ-এ একেবারে নতুন লুক Jan 09, 2026
বাস্তব অভিজ্ঞতা নিয়ে সিনেমায় হাস্যরস Jan 09, 2026
বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি, মেসির ভাষার পছন্দের রহস্য Jan 09, 2026
নিগার সুলতানার নেতৃত্বে নারী বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ Jan 09, 2026
আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া খুবই দুঃখজনক : তামিম Jan 09, 2026
img
শুটিং শুরুর অপেক্ষায় মিমের নতুন সিনেমা Jan 09, 2026
img
নতুন রূপে ফিরছেন সামান্থা Jan 09, 2026
img
ইরানে ইন্টারনেটের পর মোবাইল সেবাও বন্ধের পথে Jan 09, 2026
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত চেয়ে আইনি নোটিশ Jan 09, 2026