প্যান-ইন্ডিয়া সিনেমায় বড় চমক এনে দিলেন বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। পরিচালক অ্যাটলির বহুল আলোচিত নতুন ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে যুক্ত হলেন তিনি। তারকা বহরের এই সংযোজনে আরও শক্তিশালী হলো চলচ্চিত্রটি, যা ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির অন্যতম প্রতীক্ষিত প্রকল্প হিসেবে আলোচনায়।
আল্লু অর্জুনের তারকা আভা, দীপিকা পাড়ুকোনের পর্দা দখল করা উপস্থিতি এবং টাইগার শ্রফের দুর্ধর্ষ অ্যাকশন-সব মিলিয়ে ছবিটি যে বড় পরিসরের বিনোদন হতে যাচ্ছে, তা বলাই যায়। অ্যাটলি পরিচালিত এই ছবিতে থাকবে উচ্চমাত্রার অ্যাকশন, আবেগঘন নাটক ও ভিজ্যুয়াল জাঁকজমক, যা প্যান-ইন্ডিয়া দর্শকদের লক্ষ্য করেই নির্মিত হচ্ছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি স্কেল, স্টাইল ও তারকাখ্যাতিতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। সবকিছু ঠিক থাকলে, মুক্তির পর এটি বক্স অফিসে বড় ঝড় তুলবে বলেই প্রত্যাশা।