দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে। আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান ২’। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির চিত্রনাট্য ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। পরিচালক কবির খানের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ২০২৭ সালের শেষ দিকে অথবা ২০২৮ সালের ঈদে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রযোজনায় থাকছে সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে গল্পে থাকছে বড় চমক। প্রথম ছবির ঘটনার প্রায় আট থেকে দশ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে কাহিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবার কথা বলবে মুন্নি। নীরব শিশুচরিত্রটি বড় হয়ে নিজের গল্প নিজেই তুলে ধরবে পর্দায়।
সালমান খান আবারও পবন ভাই চরিত্রে ফিরছেন। নির্মাতাদের মতে, এই পর্বে আবেগ, মানবিকতা ও সম্পর্কের গভীরতা আরও বেশি জোরালোভাবে উঠে আসবে, যা সব প্রজন্মের দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
এবি/টিএ