ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়লেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। বিশ্বব্যাপী এক হাজার কোটি টাকার বেশি আয় করা তিনটি ছবিতে অভিনয় করা একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে নিজের নাম লিখিয়ে নিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রধান চরিত্র থেকে শুরু করে শক্তিশালী পার্শ্বচরিত্র—সব ক্ষেত্রেই প্রভাবশালী উপস্থিতি রেখে চলেছেন ‘সঞ্জু বাবা’।
অ্যাকশন, ড্রামা কিংবা বৃহৎ পরিসরের বাণিজ্যিক সিনেমা—সব ঘরানাতেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সঞ্জয় দত্ত। সাম্প্রতিক সময়ের মেগা ব্লকবাস্টারগুলোতে তার উপস্থিতি প্রমাণ করেছে, বয়স বা সময় নয়, অভিনয়শক্তিই একজন তারকাকে প্রাসঙ্গিক করে তোলে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই রেকর্ড সঞ্জয় দত্তের দীর্ঘস্থায়ী তারকাখ্যাতি ও বহুমাত্রিক অভিনয় ক্ষমতারই স্বীকৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সিনেমায় তার অবদান আজও সমানভাবে আলোচিত।
এবি/টিকে