সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে: শাকিব খান
মোজো ডেস্ক 12:14PM, Jan 07, 2026
ঢালিউডের 'কিং খান' খ্যাত শাকিব খান, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার রাজত্ব ধরে রেখেছেন, তিনি তাঁর এই দীর্ঘ সফলতার পেছনের রহস্য উন্মোচন করলেন। তিনি জানালেন, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা এবং প্রতিনিয়ত শেখাই টিকে থাকার মূলমন্ত্র।
শাকিব খান বলেন, "সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগিয়ে যেতে থেমে যায়, তারা পিছিয়ে পড়ে। আমি চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি, প্রতিটি দিন নিজেকে আরও ভালো করার একটি সুযোগ।"
তিনি মনে করেন, নিজেকে নিখুঁত ভাবা বা এক জায়গায় থেমে যাওয়াই পতনের কারণ। প্রতিনিয়ত নিজেকে ভাঙা-গড়া এবং নতুন কিছু শেখার আগ্রহই তাঁকে অপ্রতিদ্বন্দী করে রেখেছে। প্রতিটি দিনকে তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখেন- সুপারস্টারের এই পরিশ্রমী মানসিকতাই তরুণদের জন্য বড় শিক্ষা।