দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দর্শনা বণিক, যিনি নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন, তিনি এবার নিজের ব্যক্তি স্বাধীনতা ও ক্যারিয়ার নিয়ে সোজাসাপ্টা কথা বললেন। শোবিজে অনেকেই অন্যের পরামর্শে বা ট্রেন্ডের জোয়ারে গা ভাসান, কিন্তু দর্শনা জানালেন তিনি সম্পূর্ণ নিজের শর্তে চলেন।
দর্শনা বণিক বলেন, "আমি কী পোশাক পরব, কোন চরিত্রে অভিনয় করব, সব নিজে ঠিক করি।"
পর্দার সামনে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন কিংবা কোন ধরণের গল্পে কাজ করবেন, সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাঁর নিজের হাতে। তিনি বুঝিয়ে দিলেন, নিজের রুচি আর পছন্দের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং সেখানে তিনি অন্যের অযাচিত হস্তক্ষেপ পছন্দ করেন না। এই আত্মবিশ্বাস এবং স্বাধীনচেতা মনোভাবই দর্শনাকে ইন্ডাস্ট্রিতে এক স্বকীয় অবস্থান দিয়েছে।
কেএন/এসএন