ভাঙা কণ্ঠে সংগীতশিল্পী দেবলীনা নন্দীর কথাগুলো যেন শুধু ব্যক্তিগত যন্ত্রণা নয়, সমাজের সামনে রাখা এক গভীর বাস্তবতা।
তিনি বলেন, মেয়েদের নিজের বাড়ি তৈরি করতেই হয়- কারণ শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি বলে শেষ পর্যন্ত কিছুই নিশ্চিত থাকে না। বিয়ে হয়ে যাওয়া মানেই যেন ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই ঝাপসা হয়ে যায়। যতই দু’টি বাড়ির মধ্যে ভারসাম্য রেখে চলার চেষ্টা করা হোক, বাস্তবটা অনেক সময় ভীষণ কঠিন হয়ে ওঠে।
মাথায় সিঁদুর পরার পর থেকেই দেবলিনার জীবনের ছবিটা যেন বদলে গেছে। সিদ্ধান্তের স্বাধীনতা, নিজের ইচ্ছেগুলো- সবকিছুই কোথাও গিয়ে আটকে যায় দায়িত্ব আর প্রত্যাশার চাপে। ফেসবুক লাইভে ভাঙা মন আর ভারী চোখ নিয়ে তিনি শুধু নিজের কথা বলেননি, তুলে ধরেছেন অসংখ্য নারীর না-বলা গল্প।
এই গল্প সমাজকে একটাই বার্তা দেয়-বিয়ে মানে মেয়েদের স্বপ্ন, সিদ্ধান্ত আর আত্মসম্মান হারিয়ে ফেলা নয়। সম্পর্কের নামে যেন কোনো নারী নিজের অস্তিত্ব ভুলে যেতে বাধ্য না হয়।
কেএন/এসএন