আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহীন আফ্রিদির ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান নিশ্চিত করেন, বর্তমানে শাহীন আফ্রিদি ন্যাশনার ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ার মধ্যে আছেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
সালমান আঘা বলেন, ‘শাহীন বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছে এবং আমরা আশা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সে ফিট হয়ে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি বিগ ব্যাশে অংশ নেন শাহীন আফ্রিদি। ব্রিসবেন হেটের হয়ে চার ম্যাচে মাত্র দুই উইকেট নিয়ে তুলনামূলকভাবে হতাশাজনক পারফরম্যান্স করেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন বাম হাঁটুতে চোট পাওয়ায় তাকে রিহ্যাবে যেতে হয়।
কিছু গণমাধ্যমে বলা হয়েছিল, শাহীনের রিহ্যাব প্রক্রিয়া ছয় সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে, যা বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি করে।
তবে সাম্প্রতিক সময়ে এনসিএ থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে কঠোর অনুশীলনে দেখা গেছে, যা তার দ্রুত সেরে ওঠার ইতিবাচক বার্তা দিচ্ছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তাকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে বলে জানা গেছে।
সালমান জানান, বাবর আজম বিগ ব্যাশের ব্যস্ততার কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না। শাহীন ও বাবর, দুজনই না থাকায় পাকিস্তান তরুণদের সুযোগ দিতে চেয়েছে।
তিনি বলেন, ‘বাবর ও শাহীন মেগাস্টার, তবে আমরা যাদের এনেছি তারাও দারুণ প্রতিভাবান। তারা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ, আশা করি সুযোগ কাজে লাগাবে।’
পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলাতে অনুষ্ঠিত হবে।
আরআই/টিএ