ভারতে প্রেমিকার পরিবারের মন জয় করতে প্রেমিকের সাজানো দুর্ঘটনার নাটক!

প্রেমিকার পরিবারের কাছে নিজেকে নায়ক ও দায়িত্বশীল প্রমাণ করার নেশায় এক ভয়ঙ্কর পরিকল্পনা ফেঁদেছিলেন ভারতের কেরালা রাজ্যের এক যুবক। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এই পরিকল্পনায় নিজের প্রেমিকাকেই পরিকল্পিত সড়ক দুর্ঘটনার শিকার বানান তিনি। উদ্দেশ্য ছিল, দুর্ঘটনার পর প্রেমিকাকে উদ্ধার করে হিরো সাজবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রেমিকের নাম রঞ্জিত রাজন (২৪)। রঞ্জিত তার প্রেমিকার পরিবারের চোখে নিজেকে একজন দায়িত্বশীল ও সাহসী পাত্র হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন।

এই উদ্দেশ্য হাসিলের জন্য তিনি তার বন্ধু আজাসকে নিয়ে একটি সাজানো দুর্ঘটনার পরিকল্পনা করেন। পরিকল্পনা ছিল, আজাস ওই তরুণীকে ধাক্কা দেবে এবং রঞ্জিত সঠিক সময়ে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করবেন। কিন্তু বিধিবাম, বীর সাজার বদলে এখন কারাগারে ঠাঁই হয়েছে সেই প্রেমিক ও তার সহযোগীর।

ঘটনাটি ঘটে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায়। ওই তরুণী যখন স্কুটার চালিয়ে যাচ্ছিলেন, তখন পরিকল্পনা অনুযায়ী আজাস একটি গাড়ি নিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। পাথানামথিটার কাছে নির্জন এলাকায় সুযোগ বুঝে আজাস ইচ্ছাকৃতভাবে তরুণীর স্কুটারে সজোরে ধাক্কা দেন। এতে ছিটকে রাস্তায় পড়ে যান ওই তরুণী। ধাক্কা দেওয়ার পর আজাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পরেই সিনেমার নায়কের মতো অন্য একটি গাড়িতে ঘটনাস্থলে হাজির হন রঞ্জিত। তিনি দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু এই নাটকীয় দুর্ঘটনায় ওই তরুণীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি আঙুল ভেঙে যায়।

দুর্ঘটনার পর রঞ্জিত নিজেকে ওই তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করেন। তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন তিনি তার স্ত্রীর জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন।

কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এবং দুর্ঘটনার ধরন দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্তে নামলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে রঞ্জিত ও আজাসের যোগসাজশ খুঁজে পায়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। রঞ্জিত ভেবেছিলেন, এই ঘটনার মাধ্যমে তিনি প্রেমিকার পরিবারের সহানুভূতি ও প্রশংসা অর্জন করবেন। কিন্তু তার এই অপরিণামদর্শী পরিকল্পনা একটি নিরপরাধ মেয়ের জীবন বিপন্ন করে তুলেছে। পুলিশ জানিয়েছে, এই কর্মকাণ্ড কেবল কর্তৃপক্ষকেই বিভ্রান্ত করেনি, বরং জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করেছে এবং জরুরি সেবার অপচয় ঘটিয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছেন। পুলিশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যার চেষ্টা হিসেবে গণ্য করছে। রঞ্জিত রাজন ও আজাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন।

তথ্যসূত্র: গালফ নিউজ।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জায়মা কি রাজনীতিতে প্রবেশ করছেন? Jan 09, 2026
img
ইরানের ক্রাউন প্রিন্সকে সমর্থন প্রদানের প্রশ্নে ট্রাম্পের মন্তব্য Jan 09, 2026
img
ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় আফ্রিদি Jan 09, 2026
img
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: মোহাম্মদ মিঠুন Jan 09, 2026
img
কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চেষ্টা , বিএনপি নেতাসহ ১১ জন আটক Jan 09, 2026
img
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল হোবার্ট Jan 09, 2026
img
৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই, ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬ Jan 09, 2026
img
কেন অভিনয় ছাড়লেন প্রসূন আজাদ, ব্যাখ্যা করলেন তিনি নিজেই Jan 09, 2026
img
ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে মুখ খুললেন ঋতাভরী Jan 09, 2026
img
বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা : নজরুল ইসলাম Jan 09, 2026
img

বিগব্যাশ

বাংলায় উইকেট চাইলেন ওয়েড, প্রতিশ্রুতি রাখলেন রিশাদ Jan 09, 2026
img
ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক নাজমুল Jan 09, 2026
img
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বললেও ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: কোয়াব সভাপতি Jan 09, 2026
img
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প Jan 09, 2026
img
বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান: আয়াতুল্লাহ আলি খামেনি Jan 09, 2026
img
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের Jan 09, 2026
img
শক্তিশালী নারীরা বিবাহযোগ্যা নয়, পুরুষ পছন্দ করে অসহায় মহিলা: নীনা গুপ্তা Jan 09, 2026
img
প্রায় ৫ কোটি রুপি কর পরিশোধ করলেন রাশমিকা মান্দানা Jan 09, 2026
img
হাসনাত-মঞ্জুরুলের মনোনয়ন বাতিল নিয়ে পাল্টাপাল্টি আপিল Jan 09, 2026
img
অভিনেতা অভিমন্যুর বাড়িতে দুর্ধর্ষ চুরি Jan 09, 2026