রোমাঞ্চকর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। একই মাঠে আগামী রোববারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো রেয়ালের দ্বিতীয় গোল করার পর ব্যবধান কমান আলেকসান্দার সরলথ। চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রিয়াল। গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে হারের ক্ষতেও কিছুটা প্রলেপ দিতে পারল তারা।
আইকে/টিএ