আজ অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির-এর জন্মদিন। বরগুনায় জন্ম নেওয়া এই শিল্পী অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করেছেন ধীরে, কিন্তু দৃঢ়তায়। আলো ঝলমলে পর্দার আড়ালে তাঁর পথচলার গল্পে আছে নিয়মিত অনুশীলন, থিয়েটারের শেকড় আর দীর্ঘ সময়ের সংগ্রাম।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই মীর সাব্বির জড়িয়ে পড়েন মঞ্চনাটকের সঙ্গে। সেই মঞ্চই ছিল তাঁর অভিনয়ের প্রথম পাঠশালা। সংলাপ বলা, চরিত্র বোঝা, দর্শকের সামনে দাঁড়িয়ে নিজেকে ভেঙে গড়ার শিক্ষা সেখান থেকেই। মঞ্চের সেই অভিজ্ঞতা তাঁকে ধীরে ধীরে টেনে নেয় টেলিভিশন নাটকের জগতে।
১৯৯৯ সালে পুত্র নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয় শুরু করেন মীর সাব্বির। তখন থেকেই দর্শক লক্ষ্য করতে শুরু করে তাঁর অভিনয়ের স্বতঃস্ফূর্ততা আর সংলাপের সহজ ভঙ্গি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন টেলিভিশন নাটকের পরিচিত মুখ, যিনি হাস্যরস থেকে শুরু করে গম্ভীর চরিত্রেও সমান সাবলীল।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন মীর সাব্বির। ক্যামেরার সামনে যেমন তিনি স্বচ্ছন্দ, তেমনি ক্যামেরার পেছনেও তাঁর ভাবনার স্পষ্টতা চোখে পড়ে। তাঁর পরিচালিত প্রথম সিনেমা রাত জাগা ফুল এই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা তাঁকে একজন অভিনেতা থেকে নির্মাতা হিসেবে নতুন পরিচয়ে তুলে ধরে।
জন্মদিনে ফিরে তাকালে দেখা যায়, মীর সাব্বিরের পথচলা কোনো হঠাৎ পাওয়া সাফল্যের গল্প নয়। এটি ধৈর্য, শেখার আগ্রহ আর শিল্পের প্রতি গভীর ভালোবাসার ফল। আজকের দিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে এই শিল্পীর নাম, যিনি অভিনয় আর নির্মাণ, দুই পথেই নিজের স্বাক্ষর রেখে চলেছেন।
এসএন