বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানেই খেলতে পাঠাক, সেটা নিয়ে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তিনি জানান, দলকে কোথায় পাঠাবে নাকি পাঠাবে না, সেটা বিসিবির বিষয়। খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নন বলে মনে করেন তিনি।
কট্টরবাদী হিন্দুদের চাপে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করে দেয়ার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা চলছে। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে অপরাগতা জানানোর সিদ্ধান্তে নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ এরপর একই ইস্যু টেনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায়।
আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা। তবে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে দুই দফায় চিঠি দিয়েছে বিসিবি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
এমন অবস্থায় আবার তামিম ইকবালের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন বিসিবির এক পরিচালক। সব মিলিয়ে, নানামুখী ইস্যুতে বিদ্ধ বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এসব ইস্যু ক্রিকেটারদের মনস্তত্ত্বে কোনো প্রভাব ফেলছে কি না, সমর্থকদের মনে বড় হয়ে উঠছে এমন প্রশ্ন। তবে শেখ মেহেদীর মতে, এগুলো নিয়ে কোনো প্লেয়ার চিন্তিত নন।
শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএলে চট্টগ্রামকে নেতৃত্ব দেয়া শেখ মেহেদী বলেন, ‘আমার মনে হয় না এগুলো নিয়ে কোনো প্লেয়ার চিন্তিত। কারণ আপনি যখন ক্রিকেটে ঢুকলেন, আপনার যত বড়ই সমস্যাই থাকুক না কেন, আপনি ওই টেনশন বাদ দিয়েই কিন্তু ক্রিকেট খেলতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়।’
বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা নিয়ে খেলোয়াড়দের অবস্থান জানাতে গিয়ে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টে, অফিশিয়ালদের বিষয়। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’
আইকে/টিএ