চলচ্চিত্রে নিজের অবস্থান ও পছন্দের জায়গা নিয়ে বরাবরই স্পষ্ট দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। শক্তিশালী অভিনয় আর প্রাণবন্ত নাচে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, সাধারণত তিনি এমন ছবিতে বিশেষ নৃত্যাংশে অংশ নেন না, যেখানে তিনি অভিনয় করছেন না। তবে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর ক্ষেত্রে সেই সিদ্ধান্তে ব্যতিক্রম ঘটিয়েছিলেন শ্রীলীলা।
অভিনেত্রীর কথায়, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবু তিনি অনুভব করেছিলেন, সময়টা ঠিক হলে ঝুঁকি নেওয়াও জরুরি। সেই ভাবনা থেকেই ‘পুষ্পা টু’-এর বিশেষ নৃত্যাংশে অংশ নেওয়ার সিদ্ধান্ত। শ্রীলীলার দাবি, এই একটি নাচ থেকেই তিনি যে জনপ্রিয়তা ও দর্শকপ্রতিক্রিয়া পেয়েছেন, তা তাঁর প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।
একই সঙ্গে শ্রীলীলা স্পষ্ট করে দেন, সামনে মুক্তি পেতে চলা ‘পরাশক্তি’ ছবিতে তাঁর নাচের ধরন সম্পূর্ণ আলাদা। সেখানে গল্প ও চরিত্রের প্রয়োজনে হালকা, মৃদু নৃত্য থাকবে, ‘রত্নমালা’র মতো আবহে। তাঁর মতে, প্রতিটি ছবিতে নাচ বা উপস্থিতি নির্ভর করে চরিত্রের প্রয়োজনের উপরই।
নিজের সিদ্ধান্তের দায় নিজেই নিতে চান শ্রীলীলা। তিনি মনে করেন, সঠিক সময়ে নেওয়া পরিকল্পিত সিদ্ধান্তই কখনও কখনও সবচেয়ে বড় সাফল্যের পথ খুলে দেয়। ‘পুষ্পা টু’-এর অভিজ্ঞতা সেই বিশ্বাসই আরও দৃঢ় করেছে তাঁর কাছে।
আইকে/টিএ