২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অফসাইড সিদ্ধান্তকে নিখুঁত করতে এবারের বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ের জন্য তৈরি করা হবে এআইচালিত ‘থ্রিডি অ্যাভাটার’।
ফিফার প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান লেনোভোর সহায়তায় এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিকে আরও কার্যকর করতে খেলোয়াড়দের ডিজিটালি স্ক্যান করে তৈরি করা হবে নিখুঁত থ্রিডি মডেল। মাত্র এক সেকেন্ডের স্ক্যানে খেলোয়াড়ের শরীরের প্রতিটি অংশের সঠিক মাপ সংরক্ষণ করা হবে। ফলে মাঠে দ্রুতগতির পরিস্থিতি বা খেলোয়াড়রা একে অন্যের আড়ালে থাকলেও এআই সঠিকভাবে তাদের অবস্থান শনাক্ত করতে পারবে। এতে ভিএআর (VAR) রেফারিদের সিদ্ধান্ত নেওয়া হবে আরও দ্রুত ও নির্ভুল।
ফিফা জানিয়েছে, এই থ্রিডি অ্যাভাটার শুধু রেফারিদের জন্যই নয়, দর্শকদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অফসাইড সিদ্ধান্তের সময় থ্রিডি অ্যানিমেশন সরাসরি টেলিভিশন সম্প্রচার এবং স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। এতে বিতর্কিত সিদ্ধান্তগুলো দর্শক ও সমর্থকদের কাছে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। এর আগে গত বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্লামেঙ্গো ও পিরামিডস এফসির ম্যাচে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়েছিল।
এআই-এর ব্যবহার মাঠের সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলই লেনোভোর ‘জেনারেটিভ এআই নলেজ অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারের সুযোগ পাবে। এই টুলের মাধ্যমে দলগুলো বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে ভিডিও, গ্রাফ ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করতে পারবে।
উদাহরণস্বরূপ, কোনো দল চাইলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের শেষ ১০টি কর্নার কিকের বিস্তারিত বিশ্লেষণ দেখতে পারবে। তবে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে ম্যাচ চলাকালীন এই টুল ব্যবহার নিষিদ্ধ থাকবে। দলগুলো শুধু ম্যাচের আগে ও পরে এটি ব্যবহার করতে পারবে।
ফিফার মতে, বড় দলের তুলনায় ছোট দলগুলোর অনেক সময় উন্নত প্রযুক্তির সুযোগ কম থাকে। ‘ফুটবল এআই প্রো’ সিস্টেমের মাধ্যমে ব্রাজিল বা ফ্রান্সের মতো শক্তিশালী দলের পাশাপাশি কুরাসাও বা কেপ ভার্দের মতো নতুন দলগুলোকেও একই মানের বিশ্লেষণী সুবিধা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রেফারি ক্যামেরার ফুটেজ আরও উন্নত ও স্থিতিশীল করতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।
আইকে/টিএ