কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৯ জানুয়ারি) প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে ৭৩৮ জন প্রবাসী কর্মী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতার সেবা গ্রহণ করেছেন।
ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তে সুগার পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি এই উদ্যোগকে সফল করতে এগিয়ে আসা বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরও জানান, ভবিষ্যতেও প্রবাসী কর্মীদের জন্য এই ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্প ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পে কুয়েতের ওয়াফ্রা এলাকায় বসবাসরত ১৩২ জন প্রবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয় এবং তাদের যাতায়াতের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়া অন্যান্য এলাকার ৬০৬ জন কর্মীকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সেবা গ্রহণের মধ্যদিয়ে এই বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রবাসী এবং মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এমকে/টিএ