আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একে অপরের বিপক্ষে মাঠে নামলেও একই দলের জার্সিতে কখনই খেলা হয়নি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিলের। অবশেষে দেখা গেল সেই দৃশ্যের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠে নেমেছেন বাবা-ছেলে। তাতেই হয়েছে ইতিহাস।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই দলের হয়ে খেলার রেকর্ড এটিই। আর মোহাম্মদ নবী ও তার ছেলে একাদশে রেখে ইতিহাসে পাতায় নাম লেখালো নোয়াখালী এক্সপ্রেসও।
বিপিএলের এবারের আসরের নিলাম থেকে নয়, বরং ডিরেক্ট সাইনিংয়ে মোহাম্মদ নবী ও হাসান ইসাখিলকে দলে ভেড়ায় নোয়াখালী। এরপর থেকেই বাপ-বেটার খেলা দেখার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু একের পর এক ম্যাচে নোয়াখালী মাঠে নামলেও সেই দৃশ্যের দেখা মিলছিল না।
অতপর নিজেদের অষ্টম ম্যাচে মোহাম্মদ নবী ও হাসান ইসাখিলকে নিয়ে একাদশ সাজিয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। দলের হয়ে সৌম্য সরকারের সঙ্গে ব্যাট করতে নেমেছেন হাসান ইসাখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৬০ রান তুলেছে নোয়াখালী। ২৮ রানে অপরাজিত আছেন ইসাখিল।
এমআই/টিকে