‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও আসছে রাজ-মিম জুটি

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সাড়ে পাঁচ মিলিয়নের ফেসবুক। সেই পেজে একজন অভিনেতার সঙ্গে ছবি দিয়ে নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবি দিয়ে ইংরেজিতে ক্যাপশনে যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায়, পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে? এই ক্যাপশনের পর মন্তব্যের ঘরে অধিকাংশ কমেন্টে অনুরাগীরা লিখেছেন– অভিনেতা শরিফুল রাজ আরিফিন শুভর নাম। কেউ লিখেন, এই স্টাইল আর গেটআপ রাজ ছাড়া কেউ হতেই পারে না, কেউ আবার লিখেছেন আরিফিন শুভর নাম। কারণ যে অভিনেতার ছবি মিম পোস্ট করেছেন সেখানে পেছনের দিক থেকে দেখানো হয়েছে।

বুঝাই যাচ্ছে, সুকৌশলে নায়িকা রহস্য করতেই চেয়েছেন সহ-অভিনেতাকে নিয়ে। মিমের এই রহস্যময় পোস্টের সূত্র ধরেই যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। মিম বলেন, ‘ধারণা করেন কে হতে পারে, আমার আপাতত কিছু বলা বারণ। তবে এটা বলি, নতুন কাজের খবর এটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’

এরপরই খোঁজ নিয়ে জানা যায়, মিম যে অভিনেতার সঙ্গে ছবি দিয়েছেন উনি আসলে আরিফিন শুভ নয়, শরিফুল রাজ। পরাণ ও দামাল সিনেমার দীর্ঘ বিরতির পর রাজ-মিম আবার জুটি হচ্ছেন। এই জুটিকে নিয়ে এবার রোমান্টিক গল্পের সিনেমা নির্মাণ করছেন আলভী আহমেদ। এর সত্যতা রাজ-মিম বা পরিচালকের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।



তবে সূত্রের বরাতে জানা গেছে, কিছুদিন আগে আরিফিন শুভ ও মিম জুটি হয়ে ‘মালিক’ নামে একটি সিনেমার শুটিং করতে রাজশাহীতে যান মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগেই আলভী আহমেদের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। এরপর শরিফুল রাজকেও সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ করা হয়। এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাতে রাজি নয় তারা। ভালো দিনক্ষণ ও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এড়িয়ে যান। তাঁর ভাষ্য, ‘আমি এখন তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করছি। আপাতত এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপাতত কিছু বলতে চাই না। যদি এমন কোনো খবর আসে বা নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই, সেটা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই জানানো হবে।’

এর আগে রাজ ও মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল আজহায়। সিনেমাটি সুপার-ডুপার ব্যবসা করে। এরপর এই জুটির দ্বিতীয় সিনেমা দামাল মুক্তি পায়।

দুটি সিনেমারই পরিচালক ছিলেন রায়হান রাফী। পর পর দুটি ভালো সিনেমার জুটি হলেও প্রায় পাঁচ বছর ধরে তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। এতে করে অনুরাগীদের মধ্যে আক্ষেপ কাজ করছিল। সেই আক্ষেপই এবার গুছাচ্ছেন আলভী আহমেদ।

এদিকে পরাণ ও দামালের পর তেমন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি মিমকে। তবে সিনেমায় না দেখা গেলেও বিজ্ঞাপনের তুমুল ব্যস্ততায় দেখা গেছে তাঁকে। কিন্তু সিনেমায় ছিলেন না কেন?

এমন প্রশ্নে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেছিলেন, ‘আমি ইচ্ছে করলেই পরানের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা মানের হতো না। ও রকম কাজ আমি করবও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।’

এমন কথা বলার বছরখানেক পরই মিমকে দেখা গেল মালিক সিনেমায় শুটিং করতে। এবার দিলেন নতুন সিনেমার ইঙ্গিত।

অপরদিকে গেল বছরের ঈদুল আজহায় রাজ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ইনসাফ’ মুক্তি পায়। এতে রাজের সঙ্গী ছিলেন তাসনিয়া ফারিণ। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে ব্যতিক্রমী এক চরিত্রে দেখা গেছে রাজকে। এরপর তিনি চুক্তিবদ্ধ হন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিতে; যা আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইমরান হাশমির নতুন রূপে তাসকারির ট্রেলার প্রকাশ Jan 11, 2026
img
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ, গুঞ্জন নাকি বাস্তবতা! Jan 11, 2026
ডিপফেকের লক্ষ্য স্কুলছাত্রী থেকে চাকরিজীবী পর্যন্ত Jan 11, 2026
বনশ্রীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; স্থানীয়দের বক্তব্যে বেরিয়ে এলো তথ্য! Jan 11, 2026
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোন পথে বিএনপি! Jan 11, 2026
গণমাধ্যম নিয়ে যা বললেন সাংবাদিক হাসান হাফিজ Jan 11, 2026
বিক্ষোভ দমাতেইরান জুড়ে রেড লাইন ঘোষণা সেনা বাহিনীর Jan 11, 2026
নির্বাচনী এলাকায় অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা Jan 11, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 11, 2026
হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল ও চমক Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর Jan 11, 2026
img
সাহায্য আসছে- ইরানের বিক্ষোভকারীদের বললেন ট্রাম্পের মিত্র Jan 11, 2026
img
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি Jan 11, 2026
img
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর Jan 11, 2026