চলতি মৌসুমে লিগে টানা ১০ ম্যাচ জিতে উড়ছিল আল নাসর। কিন্তু হঠাৎ পথ হারিয়েছে তারা। ১১তম ম্যাচে ড্র করার পর টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেছে জর্জে জেসুসের দল। গতরাতে (৯ জানুয়ারি) আল কাদিসিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলও বাঁচাতে পারেনি দলকে।
আল আওয়াল পার্কে ম্যাচের সবকয়টি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় কাদিসিয়া। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাহিতান নান্দেজ।
৮১ মিনিটে পেনাল্টি থেকে ১টি গোল শোধ করে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন রোনালদো। কিন্তু সমতাসূচক গোলের দেখা আর পায়নি নাসর।
দল হারলেও পেনাল্টি থেকে করা গোলে ইউনিক এক মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে টানা ২৫ বছর অন্তত একটি গোল করার কীর্তি গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা। খেলাটির ইতিহাসে এই কীর্তি নেই আর কারোরই।
এই রেকর্ড পাশে সরিয়ে রাখলেও বড় এক মাইলফলকের পথে আরও একধাপ এগিয়ে গেলেন রোনালদো। আল কাদিসিয়ার বিপক্ষে গোলটি তার ক্যারিয়ারের ৯৫৮তম। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এই পর্তুগিজের দরকার আর মাত্র ৪২ গোল!
তবে, রোনালদোর মাইলফলক স্পর্শের আনন্দ মাটি হয়ে গেছে দলের হারে। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪ পয়েন্টে। ১৩ ম্যাচ শেষে ১০ জয় ও ১ ড্রয়ে আল নাসরের সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে আল হিলালের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আল নাসরকে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে চারে উঠেছে আল কাদিসিয়া। তারা পেছনে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদকে।
আরআই/টিকে