বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন, ‘৫ আগস্টের পর আমরা অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। আমাদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে। সংবাদ পত্র অফিসে যখন আগুণ দেওয়া হয় তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি।’
তিনি আরো বলেন, ‘ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন। তিনি দেখে এসেছেন পাশ্চাত্য দুনিয়ায় কীভাবে মিডিয়া চলে। সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্য থেকে করার চেষ্টা হলে অতীতের মতোই ভুল হবে এবং সেই ভুল থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে।’
এসকে/টিকে