হুট করেই বিপিএল খেলতে এসেছিলেন অ্যাডাম রসিংটন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল মাতিয়ে এবার চলে যাচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার। তবে রসিংটনের আশা, ভবিষ্যতেও বিপিএল খেলতে আসবেন তিনি। যাওয়ার আগে বিপিএলের প্রশংসাও করে গেলেন এই ওপেনার।
বাংলাদেশ ছাড়ার আগে রসিংটন বলেন, ‘‘ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। খারাপ লাগছে, তবে আমি আশা করি, দল ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবে। ট্রফি জিতে টুর্নামেন্ট শেষ করবে।’’
বিপিএলের মান নিয়ে সন্তুষ্টি জানিয়ে রসিংটন বলেন, ‘‘এ নিয়ে দ্বিতীয়বার আমি বিপিএলে এলাম। খুব উপভোগ করেছি। শেষবার অবশ্য মাত্র তিন ম্যাচের জন্য এসেছিলাম। এবার চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম, যাতে দলকে কিছু ম্যাচ জেতাতে পারি। তাই ছেড়ে যেতে খারাপ লাগছে। তবে দলকে ভালো অবস্থানে রেখে যাচ্ছি। এই টুর্নামেন্ট সত্যিই ভালো। এখানে খেলার মান অনেক উঁচুতে। দলগুলোও ভালো করছে, অনেক রান হচ্ছে। আশা করি, প্লে-অফে কোয়ালিফাই করবে।’’
বাংলাদেশের উইকেটে মানিয়ে নেওয়ার কথা জানিয়ে রসিংটন বলেন, ‘‘এখানকার উইকেট যুক্তরাজ্যের চেয়ে একটু আলাদা। একটু স্কিডি, একটু লো। উইকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে পারলেই হয়ে যায়। আর একজন বোলারকে টার্গেট করতে হয়। আমি পরের বছর আবারও বিপিএল খেলতে আসতে চাই। ইঞ্জজুরি বা কোনো সমস্যা না থাকলে সব কিছু ঠিকঠাক আশা করি পরের বছর আবার দেখা হবে।’’
এসকে/টিএ