রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মোড়ে যাত্রাীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বৃদ্ধা ভাসমান প্রকৃতির ছিলেন। বর্তমানে তিনি গোলাপ শাহ মাজারের পাশে দিনযাপন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেসের একটি চলন্ত বাসের নিচে তিনি চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্টন থানার এসআই মো. আব্দুল মমিন বলেন, ঘাতক দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টিজে/টিএ