বলিউডের পরিচিত অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল নিয়মিতই দর্শককে তার অভিনয় ও মার্শাল আর্টস দিয়ে মুগ্ধ করেন। কিন্তু এবার তিনি এমন কিছু করলেন, যা ঘিরে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, বিদ্যুৎ নগ্ন অবস্থায় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ঘরাছাড়া জীবনযাপন করছেন। গাছে চড়া, নদীতে গোসল করা, এমনকি সেই অবস্থাতেই চা বানানোর দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।
ভিডিওতে নিজেই তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, এটি একটি প্রাচীন যোগ চর্চার অংশ, যাকে বলা হয় সহজা। অর্থাৎ, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে সহজাতভাবে জীবনযাপন করা। তিনি উল্লেখ করেছেন, গত চোদ্দ বছর ধরে প্রতি বছর সাত থেকে দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে কাটান। এই চর্চা তাঁর শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই সমালোচনা ও প্রশংসার ঝড় উঠে। কেউ লিখেছেন, ‘উনি ঠিক আছেন তো?’ আবার কেউ বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’। অনেকে বলেন, পোশাক পরেও এ ধরনের কার্যকলাপ করা সম্ভব। তবে বিদ্যুৎ এখনও এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি। এর আগে তিনি একটি মঞ্চশোতে গরম মোম মুখে ঢেলে অভিনয় করায় সমালোচিত হয়েছিলেন।
উল্লেখযোগ্য, সম্প্রতি তিনি হলিউডে অভিষেকের প্রস্তুতি নিয়েছেন। ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে ভিন্ন লুকে ও ভিন্ন চরিত্রে দর্শক তাঁকে দেখতে পাবেন। এমন ব্যতিক্রমী কাজ এবং প্রাকৃতিক জীবনচর্চা, সব মিলিয়ে বিদ্যুতের অভিনয় ও জীবনধারা নিয়ে দর্শক ও অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়ছে।
আরপি/টিকে