বলিউডের কাপুর পরিবার এখনও নিজস্ব রাজতন্ত্রের মতোই সমীহের কেন্দ্রবিন্দু। আর সেই রাজতন্ত্রে নতুন করে নজর কাড়লেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের সঙ্গে পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি আলিয়া তার অভিনয় ও ফ্যাশন সেন্স দিয়ে সবার মন জয় করে চলেছেন। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এক বিশেষ শার্টে, যা মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গেছে।
শার্টটিতে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’। শুধু পোশাক নয়, বুকের কাছে লেখা এই পদবি ছিল আলিয়ার ছোট্ট, কিন্তু স্পষ্ট বার্তা পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। নেটিজেনরা একযোগে মন্তব্য করেছেন, সাজপোশাকের মধ্যেও আলিয়া তার ক্লাস দেখাতে জানেন। কেউ তাকে ‘গাঙ্গুবাই’ চরিত্রের মতো কাপুর পরিবারের ‘কুইন’ আখ্যা দিয়েছেন।
কাপুর পরিবারে বউমার দায়িত্ব তিনি নিখুঁতভাবে পালন করেন। শাশুড়ি নীতুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ছুটির দিনে পরিবারকে সময় দেওয়া, দেওরের বিয়েতে উপস্থিত থাকা সব ভূমিকাতেই সমান নিবেদন দেখান আলিয়া। সিনেমা, প্রযোজনা সংস্থা এবং শুটিংয়ের চাপের মাঝেও সংসার ও পারিবারিক দায়িত্ব তিনি সমানভাবে সামলান। এই উপস্থিতি ও আচরণই তাকে কাপুর পরিবারের নয়নমণি হিসেবে প্রতিভাত করেছে।
আলিয়ার এই ফ্যাশন শুধু স্টাইল নয়, বরং পরিবারের প্রতি প্রেম ও শ্রদ্ধারও প্রতীক। নেটপাড়ায় তার এই রূপ ও স্টাইল নিয়ে প্রশংসার ঝড় বইছে, যা প্রমাণ করছে, কাপুরদের বউমা হিসেবে আলিয়া শুধু ক্লাসই দেখাননি, বরং পরিবারের মর্যাদাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
আরপি/টিকে